Latest Thread
they will have to buy something before the upcoming elections.২০১৯ সালে প্রায় ৭৪ কোটি ডলার মূল্যের প্রতিরক্ষা সামগ্রী ক্রয় করলেও পরের দুই বছর বাংলাদেশের ক্রয় ছিল মাত্র ১৬ কোটি ডলার। কোভিড পরিস্থিতি মোকাবিলা করে প্রবৃদ্ধি অর্জনেই এখন পূর্ণ মনোযোগ। এ কারণে বড় মাপের ক্রয়ে আগ্রহ নেই সরকারের।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোভিড থেকে আমরা আমাদের অর্থনীতি মোটামুটি পুনরুদ্ধার করতে পেরেছি। এখন মূল লক্ষ্য হচ্ছে প্রবৃদ্ধি ধরে রাখা এবং জনগণের উন্নয়ন। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দেশ আবার কোভিডের কারণে পিছিয়ে যাচ্ছে।’
মহামারি পরিস্থিতি আমাদের আগে মোকাবিলা করতে হবে এবং সে বিষয়ে প্রধানমন্ত্রীর যথেষ্ট খেয়াল রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে প্রতিরক্ষা সংক্রান্ত ক্রয় নিয়ে আগানোর তেমন সুযোগ দেখছি না।’
https://www.banglatribune.com/national/741791/বড়-প্রতিরক্ষা-ক্রয়ে-এখন-জড়াবে-না-সরকার
they will have to buy something before the upcoming elections.
welp maybe you were right about thisলে বাপু!! কপালে কি আছে কে জানে।
২০১৯ সালে প্রায় ৭৪ কোটি ডলার মূল্যের প্রতিরক্ষা সামগ্রী ক্রয় করলেও পরের দুই বছর বাংলাদেশের ক্রয় ছিল মাত্র ১৬ কোটি ডলার। কোভিড পরিস্থিতি মোকাবিলা করে প্রবৃদ্ধি অর্জনেই এখন পূর্ণ মনোযোগ। এ কারণে বড় মাপের ক্রয়ে আগ্রহ নেই সরকারের।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোভিড থেকে আমরা আমাদের অর্থনীতি মোটামুটি পুনরুদ্ধার করতে পেরেছি। এখন মূল লক্ষ্য হচ্ছে প্রবৃদ্ধি ধরে রাখা এবং জনগণের উন্নয়ন। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দেশ আবার কোভিডের কারণে পিছিয়ে যাচ্ছে।’
মহামারি পরিস্থিতি আমাদের আগে মোকাবিলা করতে হবে এবং সে বিষয়ে প্রধানমন্ত্রীর যথেষ্ট খেয়াল রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে প্রতিরক্ষা সংক্রান্ত ক্রয় নিয়ে আগানোর তেমন সুযোগ দেখছি না।’
https://www.banglatribune.com/national/741791/বড়-প্রতিরক্ষা-ক্রয়ে-এখন-জড়াবে-না-সরকার
bhai etar link ase ? thakle post koiren.Black এর "সে যে বসে আছে" টা বেশি জোস
কি সাংঘাতিক বাজে বাংলা বানান! এমন খারাপ বাংলা বোধহয় পচ্ছিমারাও লিখবে না।Wise words have been spoken...
View attachment 45370
কি সাংঘাতিক বাজে বাংলা বানান! এমন খারাপ বাংলা বোধহয় পচ্ছিমারাও লিখবে না।